Cvoice24.com

শ্মশানে স্থান নেই, লাশের পর লাশ ভাসছে নদীতে 

সিভয়েস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০২, ১২ মে ২০২১
শ্মশানে স্থান নেই, লাশের পর লাশ ভাসছে নদীতে 

পোড়াতে না পেরে লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে নদীতে

ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে সম্প্রতি গঙ্গায় বেশ কয়েকটি মৃতদেহ ভাসার দৃশ্য দেশজুড়েই তোলপাড় ও আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এবার ঠিক একই ছবি ধরা পড়ল মধ্যপ্রদেশের পান্না জেলার রুঞ্জ নদীতে। কমপক্ষে ছয়টি মৃতদেহ উজান থেকে ভেসে আসতে দেখা গেছে। 

স্থানীয়দের দাবি, এগুলো কোভিড আক্রান্তদের দেহ। পচাগলা দেহ জমা হচ্ছে নদীর পাড়ে। শ্মশানে পোড়ানোর স্থান নেই, সে কারণেই নদীতে মৃতদেহ ভাসিয়ে দিচ্ছেন অনেকে। 

এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে এরই মধ্যে। স্থানীয় নান্দাপুরা গ্রামের এক বাসিন্দা বলেন, ‘গ্রামের পাম্প কোনো কারণে না চললে আমরা রুঞ্জ নদীতেই নদীতে স্নান করি। এমনকি সেই জল খাইও। গবাদি পশুরাও নদীর জল পান করে। এর মধ্যে ভাসছে মৃতদেহ।
আমরা গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছি। কিন্তু কিছুই করা হয়নি।’ 

জেলাশাসক সঞ্জয় মিশ্র বলেন, ‘বিশেষ এক প্রথার কারণে দুটি মৃতদেহ নদীতে ভাসিয়ে দিয়েছেন স্থানীয়রাই। একটি দেহ ৯৫ বছরের এক ব্যক্তির। অন্যটি ক্যানসারে আক্রান্ত এক রোগীর। এই মৃতদেহগুলো উদ্ধার করে ঠিকভাবে সৎকার করা হবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়