Cvoice24.com

বিশ্বজুড়ে করোনা/ মৃত্যু আরও ৯৩৮, শনাক্ত পৌনে ৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৩, ২৩ নভেম্বর ২০২২
মৃত্যু আরও ৯৩৮, শনাক্ত পৌনে ৪ লাখ

ছবি-সংগৃহীত

বিশ্বজুড়ে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৯৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮৬৩ জন। এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৬৬ লাখ ২৮ হাজার ৮৪৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ১২২ জন। 

বুধবার (২৩ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৪৬০ জন এবং মারা গেছেন ১৪৪ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রাশিয়ায় ৫৯ জন, যুক্তরাষ্ট্রে ১৯৬ জন, ইন্দোনেশিয়ায় ৫১ জন, দক্ষিণ কোরিয়ায় ৪৫, তাইওয়ানে ৩৮, অস্ট্রেলিয়ায় ২৭, ব্রাজিলে ১৫৯ ও  ফ্রান্সে ৮৯ জনের মৃত্যু হয়েছে। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।


 

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়