Cvoice24.com

জ্বালানির দাম বৃদ্ধি: চট্টগ্রামে গণপরিবহন বন্ধের ঘোষণা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৮, ৬ আগস্ট ২০২২
জ্বালানির দাম বৃদ্ধি: চট্টগ্রামে গণপরিবহন বন্ধের ঘোষণা

রাতে পেট্রোলপাম্প থেকে 'তেল না পাওয়ায়' শনিবার সকাল থেকে চট্টগ্রামে গণপরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ। 

চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন সিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'রাতে হঠাৎ তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। এরপর পাম্পগুলোতে ভিড়ের কারণে তেল পায়নি গণপরিবহনগুলো। এজন্য আমরা সকাল থেকে গাড়ি চালানো বন্ধ রাখবো।’

‘তাছাড়া তেলের দাম বৃদ্ধির সাথে গণপরিবহন ভাড়াও সমন্বয় করতে হবে। এটি না করা পর্যন্ত আমাদের গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ যোগ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন।

প্রসঙ্গত, শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে, লিটারপ্রতি ডিজেলের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, কেরোসিনও লিটারে ৩৪ টাকা দাম বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা ও অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে লিটার প্রতি ১৩৫ টাকা ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়