Cvoice24.com


করোনার উপসর্গ নিয়ে আরেক পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশিত: ১০:৩১, ১ জুলাই ২০২০
করোনার উপসর্গ নিয়ে আরেক পুলিশ সদস্যের মৃত্যু

ছবি : সিভয়েস

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছে আ ফ ম জাহেদ (৪০) নামের সিএমপির ট্রাফিক বিভাগের (উত্তর জোন) এক কন্সটেবল। বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম জেনারেলে তিনি মৃত্যু বরণ করেন।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কমকর্তা আবু বকর সিদ্দিক।

জানা গেছে,করোনা উপসর্গ থাকায় কনস্টেবল আ ফ ম জাহেদ (৪২), গত ২৩ জুন থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় কোয়ারেন্টাইন থেকে চিকিৎসা গ্রহণ করছিলেন। ২৫ জুন করোনা পরীক্ষার জন্য তিনি নমুনা প্রদান করেন। স্বাস্থ্যের অবনতি হলে ৩০ জুন রাতে তিনি দামপাড়া পুলিশ লাইন্সে বিভাগীয় পুলিশ হাসপাতালে যান। সেখান থেকে ঐ রাতেই তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আজ জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কমকর্তা আবু বকর সিদ্দিক বলেন, মৃত্যু পরবর্তীতে করোনা পরীক্ষার জন্য কন্সটেবল জাহেদের নমুনা প্রেরণ করা হয়। পূর্বের রিপোর্টও এখনো পাওয়া যায়নি। তিনি করোনা পজেটিভ ছিল কিনা তা রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে।

সিভয়েস/এসএইচ/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়