Cvoice24.com


গরুর বাজার এখনো পায়নি পূর্ণাঙ্গরূপ, ক্রেতারা ছুটছেন খামারে

প্রকাশিত: ১১:৪৫, ১৪ জুলাই ২০২০
গরুর বাজার এখনো পায়নি পূর্ণাঙ্গরূপ, ক্রেতারা ছুটছেন খামারে

ছবি : সিভয়েস

করোনা ভাইরাসের কারণে এবার কোরবানির পশুর হাট নিয়ে উদ্বিগ্ন খামারীরা। আবার সংক্রমণের ভয়ে সচেতন ক্রেতারা হাটের বদলে ছুটছেন খামারে খামারে। বিভিন্ন অনলাইন ফ্লাটফরমে সক্রিয় অনেক খামারী ও ক্রেতারা। কোরবানির সময় যতই ঘনিয়ে আসছে ততই দুপক্ষেরই ব্যস্ততা বাড়ছে। তবে আগের মত হাট কেন্দ্রিক সেই ব্যস্ততা দেখা যাচ্ছেনা। খামারীদের কোরবানী পশু বিক্রয় বাড়লেও বাড়েনি নগরীর পশুহাটগুলোতে। করোনাকালে অনলাইনে কোরবানি পশু বুকিং বেড়ে গেছে কয়েক গুণ। ফলে দূর-দূরান্ত থেকে আগে ভাগে পশুর হাটে আসলেও গরু নিয়ে অলস সময় পার করছে ব্যাপারীরা। সাগরিকা গরুর বাজার থেকে মঙ্গলবার দুপুরে ক্যামেরাবন্দি করেছেন সিভয়েসের ফটো করেসপন্ডেন্ট।

-সিভযেস/এসসি

ফটো করেসপন্ডেন্ট

সর্বশেষ

পাঠকপ্রিয়