Cvoice24.com


করোনায় প্রাণ গেল চবি শিক্ষকের

প্রকাশিত: ০৩:৪২, ৭ আগস্ট ২০২০
করোনায় প্রাণ গেল চবি শিক্ষকের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের অধ্যাপক শফিউল আলম তরফদার (৫৪) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ১০টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

অধ্যাপক শফিউল আলমের মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর সহকর্মী গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ফোরকান। তিনি বলেন, ৯ জুন অধ্যাপক শফিউল আলম তরফদার করোনা পজিটিভ হন। এরপর থেকে নগরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। রাতে করোনার কাছে হার মেনে তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বলেন, আক্রান্ত হওয়ার পর থেকেই শফিউল আলম তরফদার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত তিন মাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে অন্তত ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১৬ জন সুস্থ হয়েছেন। বাকিরা চিকিৎসাধীন।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়