Cvoice24.com


ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনা আক্রান্ত

প্রকাশিত: ১০:৫১, ১০ আগস্ট ২০২০
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনা আক্রান্ত

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। হাসপাতালে অন্য চিকিৎসার জন্য গেলে সেখানে করোনা পরীক্ষায় তার পজেটিভ রিপোর্ট আসে। সোমবার তিনি নিজেই জানিয়েছেন সে কথা।

বর্তমানে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল চিকিৎসাধীন আছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন তিনি। 

টুইট বার্তায় প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, ‘‘অন্য একটি কারণে হাসপাতালে যাওয়ার পরে আমার কোভিড-১৯ পরীক্ষা হয়েছিল। আজ রিপোর্ট পজিটিভ এসেছে। এই পরিস্থিতিতে অনুরোধ করছি, গত এক সপ্তাহে আমার সম্পর্শে যাঁরা এসেছিলেন তাঁরা যেন নিভৃতবাসে যান এবং কোভিড-১৯ পরীক্ষা করান।’’

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘বছর ছয়েক আগে হৃদযন্ত্রে ব্লকেজের সমস্যা দেখা দেওয়ার পর থেকেই প্রণব মুখোপাধ্যায় নিয়মিত চিকিৎসকেদের পর্যবেক্ষণে থাকেন। সেই সংক্রান্ত শারীরিক পরীক্ষার উদ্দেশ্যেই তিনি হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই তাঁর করোনা পরীক্ষা হয়েছিল।’

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়