Cvoice24.com


পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

প্রকাশিত: ১১:০২, ১৮ আগস্ট ২০২০
পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

বিশ্ব ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। এ রাজ্যের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে রবিবার ১৩০ ডিগ্রি ফারেনহাইট তথা ৫৪ দশমিক ৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়।

রেকর্ডকৃত এই তাপমাত্রা যাচাই করে অনুমোদন দিয়েছে ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস। খবর বিবিসি, ফ্রান্স২৪ ও এসবিএস’র।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক সময় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং এই সপ্তাহে আরও বেড়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। প্রচণ্ড দাবদাহের কারণে শনিবার একটি পাওয়ার প্ল্যান্টে ত্রুটি দেখা দেয় এবং ক্যালিফোর্নিয়ায় দুদিন ব্ল্যাকআউট ছিল।  ওই ডেথ ভ্যালির ফারনেসে সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়। তাপমাত্রার আগের রেকর্ডটিও রেকর্ড করা হয়েছিল এই ডেথ ভ্যালিতে। ২০১৩ সালে এখানে ১২৯ দশমিক ২ ডিগ্রি ফারেনহাইট  তথা ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এক শতাব্দী আগে এ এলাকাতেই ১৩৪ ডিগ্রি ফারেনহাইট বা ৫৬ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করার দাবি করা হয়, তবে তা নিয়ে বিতর্ক রয়েছে। ওই রিডিং ছাড়াও সেই গ্রীষ্মের আরও কয়েকটি রিডিং নিয়ে সংশয় প্রকাশ করেন এ সময়ের আবহাওয়াবিদরা। তাই রবিবার রেকর্ড করা ১৩০ ডিগ্রি ফারেনহাইটই তাপমাত্রার বিশ্ব রেকর্ড।

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়