ঋণের বোঝা বইতে না পেরে ওড়না প্যাঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ১২:৫২, ২২ সেপ্টেম্বর ২০২০
ঋণের বোঝা বইতে না পেরে ওড়না প্যাঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

হাটহাজারীতে এনজিও’র ঋণের টাকা দিতে না পেরে রুপনা শর্মা নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে তার নিজ ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। 

নিহত রূপনা শর্মা (৩৮) উপজেলার উত্তর মেখল মোজাফফরপুর এলাকার রশিক ডাক্তার বাড়ির বাসিন্দা ও নাপিত অরুন কুমার শর্মার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, করোনা মহামারিতে কাজ না থাকায় সঠিক সময়ে কিস্তির টাকা পরিশোধ করতে পারেননি রূপনা। ঋণের কিস্তি সংগ্রহের নির্দেশনা আসলে রূপনা কোনো কিস্তি দিতে পারেননি। অতিরিক্ত ঋণের টাকা শোধ করতে না পারার ফলে প্রায় ৮ লাখ টাকার কিস্তি ও ঋণের বোঝা কাঁধে চাপে। এতে মানসিকচাপে (সোমবার) রাতে নিজ কক্ষে আত্মহত্যা করেন। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান রূপনার দেহ ওড়নায় প্যাঁচিয়ে ঝুলে আছে। পরে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

সিভয়েস /আরএস

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়