Cvoice24.com


সচেতনতার বার্তা নিয়ে দুই শতাধিক সাইক্লিস্ট

প্রকাশিত: ১১:৫৬, ২৪ অক্টোবর ২০২০
সচেতনতার বার্তা নিয়ে দুই শতাধিক সাইক্লিস্ট

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও নতুন আইনকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের আগ্রাবাদে পালিত হলো ব্যতিক্রমী এক সাইকেল র‌্যালি। 

শনিবার (২৪ অক্টোবর) নগরীর ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ও আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হক ডিউক এর উদ্যোগে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই র‌্যালি। 

ওই ওয়ার্ডের চৌমুহনী থেকে শুরু করে এই র‍্যালি একে একে ঘুরে বেড়ায় পানওয়ালা পাড়া, মুহুরীপাড়া, রঙ্গীপাড়া, মনসুরাবাদ। সবশেষে আগ্রাবাদের ওয়াপদা কলোনিতে শেষ হয় ব্যতিক্রমি এই সাইকেল র‌্যালি।

এসময় এক রঙের নীল টি-শার্ট গায়ে দিয়ে নিজস্ব সাইকেল চালিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করেন প্রায় দুই শতাধিক সাইক্লিস্ট। সাইক্লিস্টদের পড়নে টি-শার্টে লেখা ছিল সচেতনতার বার্তা। 

এ বিষয়ে উদ্যোক্তা নাজমুল হক ডিউক সিভয়েসকে জানান, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এই র‌্যালির আয়োজন করা হয়। মুজিববর্ষে সচেতেনা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় সাইক্লিস্টরা এই র‌্যালিতে অংশগ্রহণ করেছে। 

-সিভয়েস/এপি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়