Cvoice24.com


পুঁথি গবেষক মুহাম্মদ ইসহাক চৌধুরী মারা গেছেন

প্রকাশিত: ১৫:১৯, ২৩ নভেম্বর ২০২০
 পুঁথি গবেষক মুহাম্মদ ইসহাক চৌধুরী মারা গেছেন

 

বিশিষ্ট পুঁথি গবেষক মুহাম্মদ ইসহাক চৌধুরী মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম নগরের সার্জিস্কোপ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন)। 

এর আগে তিনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

মুহাম্মদ ইসহাক চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুর্লভ পুঁথি-সংগ্রহ বিষয়ের অভিজ্ঞ এবং প্রাচীন ও মধ্যযুগ বিশেষজ্ঞ মরহুম আবদুস সাত্তারের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মকর্তা বিশিষ্ট গবেষক-প্রাবন্ধিক হিসেবে কর্মরত ছিলেন।  

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও সুধীজনরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর এবং তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় নিজ গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়