Cvoice24.com


চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোট সম্পন্ন

প্রকাশিত: ১১:৫২, ১৩ জানুয়ারি ২০২০
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোট সম্পন্ন

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ইভিএমের মাধ্যমে সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।

ভোট চলাকালে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও এজেন্টদের কেন্দ্র থেকে জোড়পূর্বক বের করে দেওয়ার অভিযোগ তুলে পুননির্বাচনের দাবি জানান বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। সোমবার বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

আবু সফিয়ান অভিযোগ করেন, নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় বিএনপির বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

এর আগে সোমবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। সকালে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পায়।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়