আলোকায়ন ও পরিচ্ছন্নতায় শতভাগ সেবা নিশ্চিত করতে হবে : মেয়র

প্রকাশিত: ১০:৪৫, ২০ ডিসেম্বর ২০১৮
আলোকায়ন ও পরিচ্ছন্নতায় শতভাগ সেবা নিশ্চিত করতে হবে : মেয়র

চসিকের সাধারণ সভায় বক্তব্য রাখছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। ছবি : সিভয়েস

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সামনে নির্বাচন উপলক্ষে নগরীর রাস্তাঘাট না কাটার জন্য ওয়াসাসহ সেবা সংস্থাগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। আপাতত সংস্থাগুলো রাস্তা কর্তন কাজ বন্ধ রেখেছে।

মেয়র বলেন, ইতোপূর্বে নগরীর অনেক ওয়ার্ডে আলোকায়ন ও পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিভাগকে এ ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে।নগরবাসীর শতভাগ সেবা নিশ্চিত করতে আমাদেরকে পরিচ্ছন্ন ও বিদ্যুৎ বিভাগকে আরো দায়িত্বশীল হতে হবে। 

সভায় সকল কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলরসহ চসিক শীর্ষ ও বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-সিভয়েস/ইউডি/এসএইচ

সিভেয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়