নাসিরাবাদে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯, ১ আগস্ট ২০২২
নাসিরাবাদে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নগরের নাসিরাবাদ শিল্প এলাকার বিভিন্ন সড়ক, নালা, ফুটপাত ও রাস্তার অংশ অবৈধভাবে দখলকৃত শতাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অবৈধভাবে দোকানপাট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টি ও নালার পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

সোমবার (১ আগস্ট) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শতাধিক দোকানপাট উচ্ছেদ করে নালা, ফুটপাত ও রাস্তার অংশ অবৈধ দখলমুক্ত করা হয়।  অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। 

একই অভিযানে নির্মাণাধীন ভবনের নিচে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় নাসিরাবাদের এক ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাস্তায় নির্মাণ সামগ্রী রাখা ও ফুটপাত দখল করায় আরও ৫ ব্যক্তিকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

আরেক অভিযানে নগরের লাভলেইন ও আবেদীন কলোনী এলাকায় নির্মাণাধীন ভবনের নিচতলায় এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবনের চার মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

সর্বশেষ

পাঠকপ্রিয়