চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাবরক্ষক মাসুদুল
‘ঘুষ’ ছাড়া ঠিকাদারের চেক দেন না তিনি
মিনহাজ মুহী, সিভয়েস২৪
নাম তার মাসুদুল ইসলাম। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) হিসাবরক্ষক। নিজ অফিসেই বসে চেক ডেলিভারি দেওয়ার সময় ঠিকাদারদের কাছ থেকে প্রকাশ্যে নেন ‘ঘুষ’। অবশ্য তিনি এটির নাম দিয়েছেন ‘বকশিস’।
মাসুদুলের এমন অপকর্মের একটি ভিডিও এসেছে সিভয়েস২৪’এর বার্তা বিভাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চসিকের হিসাব বিভাগে তার মতো ‘উপরি’ গ্রহণের দৃশ্য চোখে পড়ে নিত্যদিন।
অভিযোগ রয়েছে, ঠিকাদারদের চেক ডেলিভারির সময় চেকের অর্থের পরিমাণ হিসাব করেই ‘ঘুষ’ নেন মাসুদুল ইসলাম। চেক নিতে সর্বনিম্ন ৫০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নগদ ঢুকিয়ে দিতে হয় তার পকেটে। আর চাহিদা মতো না হলে দিয়ে বসেন গালিও!
নাম প্রকাশ না করার শর্তে একজন ভুক্তভোগী ঠিকাদার সিভয়েস২৪’কে বলেন, ‘ইস্যুকৃত চেক ডেলিভারির সময় ঠিকাদারদের কাছ থেকে প্রকাশ্যে বকশিস (ঘুষ) নেন মাসুদুল। চেক ছোট হলে ৫০০ থেকে এক হাজার। আবার চেকের অর্থের পরিমাণ বড় হলে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়।’
তিনি আরো বলেন, ‘ওই হিসাবরক্ষকের কাজ হলো শুধু ঠিকাদারদের চেক ডেলিভারি দেওয়া। তবে তিনি ডেলিভারি দেওয়ার সময় বকশিসের নাম করে প্রতিদিনই সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের ঘুষ নেন। প্রতিদিনই চেক ডেলিভারি হয়; আর এটা উনার রেগুলার কাজ।’
এদিকে সিভয়েস২৪’র হাতে আসা ১ মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন ঠিকাদার তাদের চেক নিতে হিসাবরক্ষক মাসুদুল ইসলামের রুমে আসেন। এ সময় চেক দেওয়ার সময় প্রকাশ্যে ঘুষ নেন তিনি। একজন থেকে ৫০০ টাকা আরেকজন থেকে ১ হাজার টাকা নেন৷ আবার অন্যজনের চেকের পরিমাণ অনুযায়ী টাকা মন মতো না হওয়ায় তাকে গালিও দিয়ে বসেন হিসাবরক্ষক মাসুদুল ইসলাম।
চসিকের হিসাব বিভাগে ‘উপরি’ গ্রহণের ভিডিও— ঘুষ ছাড়া চেক দেন না তিনি!
বিষয়টি নিয়ে কথা বলতে অভিযুক্ত হিসাবরক্ষক মাসুদুল ইসলামের ফোনে সোমবার একাধিকবার কল করা হয়। প্রতিবারই তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম সিভয়েস২৪’কে বলেন, ‘জ্বি, তেমন একটি ভিডিও আমিও পেয়েছি। আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিব। চেক ডেলিভারি দিয়ে বকশিসের নাম করে ঘুষ নেওয়ার কোনো নিয়ম নেই।’
-সিভয়েস/এমএম