Cvoice24.com

গিনেস বুকে সাবেক পর্তুগিজ ফুটবলার লুইস ফিগো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:০২, ৩০ সেপ্টেম্বর ২০২২
গিনেস বুকে সাবেক পর্তুগিজ ফুটবলার লুইস ফিগো

প্যারাবোলিক ফ্লাইটে জিরো গ্র্যাভিটিতে ফুটবল খেলছেন ফিগোরা

ভিন্নধর্মী এক ফুটবল ম্যাচে গোল করে গিনেস বুকে নাম লেখালেন সাবেক পর্তুগীজ তারকা ফুটবলার লুইস ফিগো। ২০ হাজার ২৩০ ফুট উচ্চতায় প্যারাবোলিক ফ্লাইটে জিরো গ্র্যাভিটিতে অনুষ্ঠিত হয় ম্যাচটি। এই ম্যাচে গোল করে গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডে নাম তুললেন ফিগো। আরেকটি গোল করে ফিগোর সাথে এই রেকর্ডের ভাগীদার হন গলফ তারকা ইয়াসমিন আল শারশানি। ম্যাচটিতে হলুদ দলের বিপরীতে ফিগো-ইয়াসমিনদের লাল দল জিতেছে ২-১ গোলের ব্যাবধানে।

গিনেস বুকে ভিন্নধর্মী এই রেকর্ডের জন্য অনুষ্ঠিত হয় ম্যাচটি। নারী-পুরুষ মেশালো ম্যাচটিতে অংশ নেন সাবেক পর্তুগিজ তারকা ফুটবলার লুইস ফিগো, বারহাইন ফুটবলার হামাদ মোহাম্মদ মার্কিন নারী ফুটবলার ও অ্যাথলেট রিয়ানন ইসমাইল, গলফ তারকা ইয়াসমিন আল শারশানিসহ অনেকেই। 

প্রতিক্রিয়া জানাতে গিয়ে লুইস ফিগো বলেন, এটা খুবই কঠিন ম্যাচ ছিল। কারণ এখানে আপনি আপনার শারিরীক ভারসাম্য ধরতে রাখতে পারবেন না। ফলে আপনি যা ভাববেন তা করতে পারবেন না। অধিকাংশ সময় আমরা শুধু বলই খুঁজেছি। কারণ জিরো গ্রাভিটির জন্য বল নিজে থেকেই এ দিক ওদিক চলে যাচ্ছিল।

ফিগো আরও বলেন, প্রথমে ভাবিনি আমরা গিনেস বুকে রেকর্ডের মর্যাদা পাব। কিন্তু পরে মনে হলো এ এক অসাধারণ ভিন্নধর্মী অভিজ্ঞতা। 

প্রসঙ্গত, এই ম্যাচকে ঘিরে একটি পিচ তৈরি করা হয়েছিল প্যারাবোলিক ফ্লাইটেই। 

সর্বশেষ

পাঠকপ্রিয়