Cvoice24.com

২৮ নভেম্বর আলীকদম-রুমায় ভোট, ভ্রমণে নিষেধাজ্ঞা

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ২৬ নভেম্বর ২০২১
২৮ নভেম্বর আলীকদম-রুমায় ভোট, ভ্রমণে নিষেধাজ্ঞা

আলীকদমের ডিম পাহাড়। ছবি: ইন্টারনেট

বান্দরবানের আলীকদম ও রুমার ৮টি ইউপিতে তৃতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার (২৮ নভেম্বর)। এ কারণে উপজেলা দুটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৭ নভেম্বর) দিনগত মধ্যরাত থেকে রোববার (২৮ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে পর্যটক ভ্রমণ।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৮ নভেম্বর) ৩য় ধাপে বান্দরবান জেলার আলীকদম ও রুমা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তাই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য আগামী শনিবার (২৭ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে রোববার (২৮ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত বান্দরবানের আলীকদম ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ থাকবে।

সিভয়েস/এএস
 

সর্বশেষ

পাঠকপ্রিয়