চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টা, শিমলাকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৯:৩৬, ১২ সেপ্টেম্বর ২০১৯
চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টা, শিমলাকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

চট্টগ্রামের বিমান ছিনতাই চেষ্টার মামলায়  অভিনেত্রী শিমলাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) রাজেশ বড়ুয়া। এসময় বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশ আহমেদর সঙ্গে তার দাম্পত্য জীবন, বিচ্ছেদ ও নানা প্রসঙ্গে শিমলার কাছ থেকে তথ্য জানতে চাওয়া হয়।

তিনি বলেন, এ মামলার তদন্তের স্বার্থে বেশ কিছু বিষয় জানার দরকার ছিল। তাই নায়িকা শিমলাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিমানের দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করলে পাইলট তা শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করান। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে কমান্ডো অভিযানে নিহত হয়েছিলেন ছিনতাইচেষ্টাকারী।

সিভয়েস/এএ/এএইচ

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়