কালুরঘাট সেতুতে রেলমন্ত্রী আসবেন বলে...

প্রকাশিত: ১২:১৮, ৬ অক্টোবর ২০২০
কালুরঘাট সেতুতে রেলমন্ত্রী আসবেন বলে...

ভাঙ্গাচোরা মেয়াদোত্তীর্ণ শতবর্ষী কালুরঘাট সেতু। এই সেতু এক সময় সহ্য করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মহান স্বাধীনতা যুদ্ধের দামামা। কিন্ত সেই সেতুর বর্তমান অবস্থা খুবই নাজুক। সেতুর পশ্চিম থেকে পূর্ব পাশ পর্যন্ত ভেঙ্গে গেছে বিভিন্ন অংশ। ট্রেন কিংবা ভারী ট্রাক এই সেতুর উপর দিয়ে চললে ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে পুরো সেতু। 

শতবর্ষী এই সেতুর  রং-চং তো দূরেই থাক। ঠিক মত রেলিং-গার্ডার না থাকার কারণে নির্ভয়ে হাঁটাই যেত না এই সেতু উপর দিয়ে। অবশ্য দুই/তিন মাস আগে থেকে সেগুলোতে দফায় দফায় তালিজোড়া দিয়ে কিছুটা ঠিক করা হয়েছে। তবে এবার রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজনের আগমনকে কেন্দ্র করে রং লাগানো হচ্ছে এই সেতুতে। তাও মন্ত্রী আসার প্রায় ১২/১৩ ঘন্টা আগে। যা নিয়ে চরম হাস্যরস সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর ক্ষোভে ফুঁসছেন সেতুর উপর নির্ভরশীল ব্রিজের ওপারের বাসিন্দারা। 

রেলওয়ে পূর্বাঞ্চলের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ৭ অক্টোবর সকাল ১০টায় জরাজীর্ণ এই সেতু পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। নতুন কালুরঘাট সেতু নির্মাণের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করবেন তিনি। সাথে অবশ্য জীর্ণ সেতুটিও দেখে যাবেন। 

অন্যদিকে মন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে যেন নতুন রূপে সাজছে কালুরঘাট সেতু। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে একঝাঁক শ্রমিক এসে পুরো সেতুতে করছে রংয়ের কাজ। অবশ্য মন্ত্রী আসার বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করলেও তড়িঘড়ি করে রং করার ব্যাপারে কিছুই জানাতে পারেননি রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সরদার শাহাদাত আলী। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, 'মন্ত্রী আসবেন। তবে আমি জানি না রংয়ের কাজ হচ্ছে কিনা। প্রকৌশল বিভাগ জানবে। '

পরে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগের এডিশনাল চীফ ইঞ্জিনিয়ার (ব্রিজ) আহসান জাবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন 'না কাজ তো শেষ হয়েছে অনেক আগে।' সকাল থেকে রং করার বিষয়টি জানানো হলে তিনি বলেন, ' মন্ত্রী আসবেন তাই রং করা হচ্ছে। তাছাড়া এর আগে পর্যায়ক্রমে সেতুটি মেরামত করা হয়েছে।'

এদিকে মন্ত্রী আসার ঠিক আগ মুহুর্তে রেলওয়ের এমন কাজের সমালোচনা করে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক
মো আবদুল মোমিন সিভয়েসকে বলেন,  'মন্ত্রীর আগমনকে উপলক্ষ করে শতবর্ষী মেয়াদোত্তীর্ণ জরাজীর্ণ কালুরঘাট সেতুতে রং এর আস্তরন ও খানাখন্দক ভরাটের কাজ করছে রেল পূর্বাঞ্চল। গত ঈদের কিছুদিন আগেও চলাচল অনুপযোগী এই সেতু দশদিন বন্ধ রেখে রেলওয়ে পূর্বাঞ্চল ও এবি কনস্ট্রাকশন ৫২ লক্ষ টাকার মেরামতি কাজ সম্পন্ন করেছে যা এক সপ্তাহ টিকে নাই। হরিলুটের এই কাজের কিছুদিন পর মেরামতির নামে আবারো তুঘলকি কাণ্ড করে রেলওয়ে।'

দীর্ঘদিন ধরে সেতু নিয়ে আন্দোলনকারী এ সাবেক ব্যাংকার বলেন, 'এখন রেলমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চলছে রং ও মেরামতের নামে তামশা যা এই সেতুর ঝুঁকি আরো বাড়াবে। মূলত রেলকাম সড়ক সেতু নির্মাণের গণদাবিকে পাশ কাটিয়ে প্রতিবছর লক্ষ কোটি টাকা আত্মসাত ও লুটপাটের জন্য রেল পূর্বাঞ্চল এই সেতু নির্মাণ বিলম্বিত করছে। সকল জটিলতার অবসান করে অবিলম্বে নতুন প্রণিত নকশা অনুযায়ী রেলেকাম সড়ক সেতুর দ্রুত বাস্তবায়ন দাবী করছি।'

তিনি ছাড়া ভাঙা ঝীর্ণ সেতুতে রংয়ের প্রলেপ দেওয়া দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে।  

প্রসঙ্গত, চলতি বছর জুলাইয়ে সংস্কার কাজ হয়েছে এই সেতুর। পরে এই সংস্কার কাজে ব্যাপক লুটপাটের অভিযোগ উঠে। এমন সমালোচনার মুখে মাস খানেক আগেও দ্ধিতীয় দফায় এর সংস্কার করা হয়। ওই সময়ে রেলওয়ে পূর্বাঞ্চলের এডিশনাল চীফ ইঞ্জিনিয়ার (ব্রিজ) আহসান জাবির সিভয়েসকে বলেছিলেন, 'এই কাজ এখনো চলমান আছে। পর্যায়ক্রমে বাকি কাজগুলো হবে। বৃষ্টির কারণে কাজ শেষ করতে কিছুটা অসুবিধা হয়েছে।'

এপি/এডি

আসিফ পিনন

সর্বশেষ

পাঠকপ্রিয়