সীতাকুণ্ডে বিস্ফোরণ/
বার্ন ইনস্টিটিউট থেকে বাসায় ফিরলো দগ্ধ ৬ জন

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫, ১৮ জুন ২০২২
বার্ন ইনস্টিটিউট থেকে বাসায় ফিরলো দগ্ধ ৬ জন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর বিস্ফোরণে দগ্ধ ৬ জনকে চিকিৎসা শেষে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

তারা হলেন- মো. ফারুক হোসেন (৪৭), মো. ফারুক (১৬), মো. মইনুদ্দিন (৫২), মো. মাগফারুল ইসলাম (৬৫), মো. মাসুম মিয়া (৫২) ও মো. ফরমানুল ইসলাম (৫০)।

শনিবার (১৮ জুন) দুপুর দুইটার দিকে এই ৬ জনকে বার্ন ইনস্টিটিউট থেকে ছেড়ে দেওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর বিস্ফোরণে আহত ২২ জনকে এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন ফায়ার ফাইটার মারা যান। আরও একজন ফায়ার ফাইটারের অবস্থা আশঙ্কাজনক। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকি ১৫ জন ওয়ার্ডে ভর্তি রয়েছে। তাদের সবার অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়