Cvoice24.com

ফটিকছড়িতে বাসের চাকায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ১২ এপ্রিল ২০২৪
ফটিকছড়িতে বাসের চাকায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী

চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল্লাহ (১৫) এবং মোস্তাকিম (১৩)। তারা দুজন আপন খালাতো ভাই বলে জানা গেছে। এছাড়া আহত ওই মোটরসাইকেল আরোহীর নাম রাহাত (১৫)।

নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি ইউটার্ন নিচ্ছিল। একটি বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুল্লাহ নামে একজন মারা যায়। পরে আহত অবস্থায় মোস্তাকিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে তাঁরও মৃত্যু হয়। তাদের দুই জনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া, রাহাত নামে আরও একজন আহত হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে বাস চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: