Cvoice24.com

চবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২২, ১৯ জানুয়ারি ২০২২
চবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহকারী প্রক্টর ড. রামেন্দু পাড়িয়ালকে আহ্বায়ক, আরেক সহকারী প্রক্টর এস এম জিয়াউল ইসলামকে সদস্য সচিব, সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষক ড. মোরশেদুল আলম ও শাহ আমানত হলে আবাসিক শিক্ষক হাসান মোহাম্মদ রোমান শুভকে সদস্য রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ১৭ জানুয়ারি রাতে ছাত্রদের জড়ো হওয়া ও ১৮ জানুয়ারি দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করেছি। দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।কোন অপরাধীকে আমরা ছাড় দিব না।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড়ে বিজয় ও সিএফসি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচজন গুরুতরসহ ১৩ জন ছাত্রলীগ কর্মী আহত হয়।

বিবাদমান দুইটি গ্রুপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

সর্বশেষ

পাঠকপ্রিয়