Cvoice24.com

চবিতে ২য় দিনেও চলছে পদবঞ্চিতদের অবরোধ, বন্ধ শাটল-শিক্ষক বাস

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৩, ২ আগস্ট ২০২২
চবিতে ২য় দিনেও চলছে পদবঞ্চিতদের অবরোধ, বন্ধ শাটল-শিক্ষক বাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের দাবিতে দ্বিতীয় দিনের অবরোধ চলছে। এসময় প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বাস ছেড়ে যায়নি৷ বন্ধ রয়েছে শাটল ট্রেন চলাচল।

শাখা ছাত্রলীগের পদবঞ্চিত ‘বিজয়’ উপ-পক্ষের নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘কমিটি পুনর্গঠন করে আমাদের মূল্যায়ন করা না হলে অবরোধ চালিয়ে যাব৷ ইয়াবা ব্যবসায়ী ইলিয়াস কেন্দ্রীয় কিছু নেতাকে কাজে লাগিয়ে কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দিয়েছে। সেখানে যুক্ত করেছে জামাত-ছাত্রদলের কর্মী, বহিষ্কৃত ও বিতর্কিতদের। তার কারণে আজ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা সৃষ্টি হয়েছে। অবিলম্বে ছাত্রলীগ কমিটি পুনর্গঠন ও ছাত্রলীগের নামে অপকর্মকারী ইলিয়াসকে বহিষ্কার করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহনের দপ্তরের ভারপ্রাপ্ত প্রশাসক এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ছাত্রলীগের অবরোধের কারণে আজও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বাস ক্যাম্পাস থেকে বের হতে পারেনি৷’

প্রসঙ্গত, ছয় বছর পর গত রোববার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি ঘোষণা হলেও ভোর হতেই বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয় পদবঞ্চিতরা।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়