Cvoice24.com

বঙ্গবন্ধু টানেলের টোল তুলবে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪১, ১৮ মে ২০২২
বঙ্গবন্ধু টানেলের টোল তুলবে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি

চট্টগ্রামের কর্ণফুলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব পেয়েছে চায়না কমিউনিকেশনস কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি)। প্রতিষ্ঠানটিকে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৮ মে) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে ভার্চ্যুয়ালি যোগ দেন মন্ত্রী।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগ কর্তৃক চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মাণাধীন ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায় কার্যক্রম পরিচালনায় সিসিসিসিকে নিয়োগের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সিভয়েস/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়