Cvoice24.com

শতভাগ পাসে খাস্তগীরকে পেছনে ফেলে সেরাদের শীর্ষে বাওয়া

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৭, ২৮ নভেম্বর ২০২২
শতভাগ পাসে খাস্তগীরকে পেছনে ফেলে সেরাদের শীর্ষে বাওয়া

ভালো ফলাফলে উচ্ছসিত শিক্ষার্থীরা।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১ হাজার ৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাসের দিক থেকে সেরা দশের তালিকায় রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় (বাওয়া)। যেখানে গতবছর সেরার তালিকায় ছিল ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবছর এ স্কুল শতভাগ পাসে রয়েছে দ্বিতীয় অবস্থানে। তবে এর আগে টানা কয়েক বছর যেখানে শতভাগ পাস এবং জিপিএ ৫ এর দিকে এগিয়ে সেরার তালিকায় জায়গা থাকত চট্টগ্রাম কলেজিয়েট স্কুল; এবার সেখানে শতভাগ পাস সেরার দশে জায়গা হয়নি শতবর্ষী এ স্কুলের। যদিও জিপিএ ৫ এর তালিকায় প্রথমেই রয়েছে কলেজিয়েট স্কুল। 

তবে গতবারের প্রথম অবস্থানে থাকা ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবার প্রথম অবস্থানে না থাকলেও শতভাগ পাস ও জিপিএ ৫ এর দিকে সেরা তালিকায় দ্বিতীয় অবস্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে খাস্তগীর স্কুলের শিক্ষার্থীরা। 

শতভাগ পাসের তালিকায় প্রথম অবস্থানে থাকা বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬১০ জন পরীক্ষার্থী অংশ নেয়। দ্বিতীয় অবস্থানে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তাদের মোট ৪৭৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। শতভাগ পাসে সেরার তালিকায় তৃতীয় অবস্থানে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তাদের ২৪৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করে। চতুর্থ অবস্থানে সেন্ট প্লাসিড স্কুল এন্ড কলেজ। তাদের ২২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করে।

পঞ্চম অবস্থানে মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়। ২২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করে সেরা তালিকায় এ স্কুলের অবস্থান পঞ্চম।

ষষ্ঠ অবস্থানে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। তাদের ২১৮ জন অংশ নিয়ে শতভাগ পাস করে। সপ্তম অবস্থানে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ। এ স্কুলের ২১১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করে। অষ্টম অবস্থানে রয়েছে চকরিয়া গ্রামার স্কুল। এ স্কুলের ২০৬ জন অংশ নিয়ে শতভাগ পাসের তালিকায় সেরা আটে। 

গতবারের মতো এবারেও শতভাগ পাসে সেরা নয় এ রয়েছে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। তাদের ২০৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। দশম অবস্থানে রয়েছে জামালখান কুসুম কুমারি সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। তাদের ২০২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সেরা দশে রয়েছে এ স্কুল। 

প্রসঙ্গত, সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত ফলাফলে এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ। গত বছর পাসের হার ছিলো ৯১ দশমিক ১২ শতাংশ। যা গত বছরের তুলনায় ৩ দশমিক ৫৯ শতাংশ কম পাস করেছে। অর্থাৎ এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২১৩টি কেন্দ্রে ১ হাজার ৯২টি স্কুলের মোট পরীক্ষার্থী ১ লাখ ৫০ হাজার ১১২ জনের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৪৮ হাজার ৫৪০ জন। পাস করেছে ১ লাখ ৩০ হাজার ১৩ জন। ছাত্র পাসের হার ৮৭ দশমিক ৩৩ শতাংশ যা গত বছরের তুলনায় ২ দশমিক ৮১ শতাংশ কম। ছাত্রী পাসের হার ৮৭ দশমিক ৬৯ শতাংশ যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ কম। এবার জিপিএ ৫ পেয়েছে ১৮ হাজার ৬৬৪ জন যা গতবারের তুলনায় ৫ হাজার ৮৭৩ জন বেশি।

সিভয়েস/এসআর

সর্বশেষ

পাঠকপ্রিয়