Cvoice24.com

গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর আইসিইউতে 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ১৬ জুলাই ২০২১
গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর আইসিইউতে 

দেশ বরেণ্য গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাঁর পারিবারিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, গত তিন দিন ধরে গায়ে জ্বর এবং দুই দিন ধরে খুশখুশে কাশি ছিলো ফকির আলমগীরের। পরবর্তীতে ডাক্তারের কাছে গেলে তার পরামর্শে তিনি করোনা পরীক্ষা করান এবং রেজাল্ট আসে পজিটিভ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় তার শ্বাসকষ্ট অনেক বেড়ে যাওয়ায় তাকে গ্রীণ রোডের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউ না থাকায় তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফকির আলমগীর স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী। তারও আগে থেকে তিনি শ্রমজীবী মানুষের জন্য গণসংগীত করে আসছিলেন। সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৯ সালে সরকার তাকে একুশে পদক দিয়ে সম্মানিত করে।

সর্বশেষ

পাঠকপ্রিয়