Cvoice24.com

‘জলতরঙ্গ’ নিয়ে আসছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬, ৪ সেপ্টেম্বর ২০২১
‘জলতরঙ্গ’ নিয়ে আসছে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র

আহানার মায়া চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামের গরিব স্কুল মাস্টারের মেয়ে। ঘটনাচক্রে সম্ভ্রান্ত পরিবারে চৌধুরী পরিবারের ছোট বউ হিসেবে ঢুকে পড়ে। চৌধুরী পরিবারের ছোট ছেলে জিতু ঘটনাচক্রে মায়াকে বিয়ে করলেও বাসর রাতেই জানিয়ে দেয়— সে তাকে বউ হিসেবে কোন দিনই মেনে নেবে না। কারণ বাবার বিজনেস পার্টনার করিম মির্জার মেয়েই হবে জিতুর স্ত্রী। মায়াকে জিতুর মাও মেনে নিতে পারে না। কারণ তার স্বামীর প্রাক্তন বান্ধবীর মেয়ে মায়া।

এদিকে বড় ননদও পারলে তখনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চায়। তবুও চৌধুরী বাড়িতে ঠাঁই পায় মায়া। কারণ, চৌধুরী পরিবারের কর্তা আলম চৌধুরী মায়ার মধ্যে খুঁজে পায় এক নারীশক্তি। তিনি বিশ্বাস করেন, এ মেয়েই পারবে তার ভেঙে যাওয়ার সংসারকে জোড়া দিতে। তাই তিনি নিঃসংকোচে মায়াকে ছোট বউ হিসেবে মেনে নেন। এ সময় মায়ের পাশে এসে দাঁড়ান বড় ও মেজ জাঁ এবং ছোট ননদ। শুরু হয় মায়ার সংসারে টিকে থাকার লড়াই...।

এমনই কাহিনী নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘জলতরঙ্গ’। রাউজান ও চট্টগ্রাম শহরের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং গত ১৩ আগস্ট থেকে শুরু হয়। ইতোমধ্যে প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে এবং আগামী সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত ৯টায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় এটি প্রচারের কথা রয়েছে। 

শ্যামল ভাদুড়ী রচিত নাটকটি প্রয়োজনা করেছেন অরিন্দম মুখার্জি বিংকু। বিশেষ সহযোগিতায় রয়েছেন দেওয়ান বাচ্চু, চিত্রগ্রহণে রায়হান ও আলো প্রক্ষেপণে বশির। সার্বিক তত্ত্ববধায়নে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার (জিএম) নিতাই কুমার ভট্টাচার্য্য ও অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন শাহরিয়ার হাসান ও রোমানা শারমিন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির হেলাল, সাবরিনা সুলতানা, সাইফুল আলম বাবু, মোহাম্মদ আলি টিটু, নাজমা আক্তার, কঙ্কন দাস, বাপ্পি হায়দার, শেখ আনিস মঞ্জুর সেন্টু, ফয়েজিয়া নাজিম তামান্না, জিল্লুর হাসান, সুচরিত  খোকন, কুন্তল বড়ুয়া, পংকজ বৈদ্য সুজন, এমএ রহিম, রুপায়ন বড়ুয়া, মাহাবুবুল ইসলাম রাজিব, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইউনুস আলী, পলি চৌধুরী, মোশারফ ভূঁইয়া পলাশ, মো. মিখাইল রফিক, আলী, প্রান্ত শর্মা, জয়নাল আবেদিন, সালমান চৌধুরী, আশরাফুল করিম সৌরভ, নাছরিন হীরা, সিমলা প্রমুখ।

-সিভয়েস/এএ

সর্বশেষ

পাঠকপ্রিয়