Cvoice24.com

এবার দীপিকার দিকে নজর হিরো আলমের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২৭, ২২ নভেম্বর ২০২২
এবার দীপিকার দিকে নজর হিরো আলমের

কখনো অভিনয় তো কখনো গান আবার কখনো কবিতা আবৃত্তি- এসব করেই সারাবছরই সামাজিক মাধ্যমে আলোচিত-সমালোচিত হন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তার এহেন কর্মকাণ্ডে প্রসংশার চেয়ে অনেকে হাসি-ঠাট্টাই হয় বেশি। এবার জানালেন তার এক সুপ্ত বাসনার কথা। 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করতে চান হিরো আলম।

সম্প্রতি ভারতের মুর্শিদাবাদের সমশেরগঞ্জে গিয়েছিলেন এই বাংলাদেশি অভিনেতা। বান্ধবী রিয়া মনির সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের এই ইউটিউব তারকাকে দেখতে হাজারো মানুষ ভিড় করে।

অনুষ্ঠানে হিরো আলম জানান, তিনি ভারতীয় সিনেমায় অভিনয় করতে চান। এটা তার দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু তার শর্ত একটাই, তিনি দীপিকা পাড়ুকোনকে চান। দীপিকাকে তার বিপরীতে অভিনয় করানো হলেই কেবল তিনি ভারতীয় চলচ্চিত্রে কাজ করবেন।

হিরো আলমের কথায়, ‘দীপিকাকে আমার খুব ভালো লাগে। তাই আমার ছবির হিরোইন হিসেবে দীপিকাকে চাই! এটা আমার একটা স্বপ্ন।’

হিরো আলমের এমন মন্তব্য শোতে উপস্থিত সবাইকে হতবাক করে দেয়। এমনকি সেখানে উপস্থিত ভারতীয় গণমাধ্যমকর্মীরাও অবাক বনে যান।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়