Cvoice24.com

বৃহস্পতিবার/ চট্টগ্রামে শনাক্তের হার সর্বনিম্ন, মৃত্যুও শূন্য

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ১৭ সেপ্টেম্বর ২০২১
বৃহস্পতিবার/ চট্টগ্রামে শনাক্তের হার সর্বনিম্ন, মৃত্যুও শূন্য

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমণের হার সর্বনিম্নে নেমে এসেছে। এদিন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ জন। যা, সংক্রমণের হার ২ দশমিক ৭০ শতাংশ। এ হার এখন পর্যন্ত সর্বনিম্ন। এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। দীর্ঘ প্রায় তিন মাস পর মৃত্যুর সংখ্যা শূন্য দেখলো চট্টগ্রাম। 

বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন কার্যালয়ে প্রকাশিত তথ্যে এসব জানা গেছে। 

তথ্য অনুসারে, বৃহস্পতিবার চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১১টি ল্যাবে সর্বমোট নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৫১৩ জনের। যাতে ৪১ জনের ফলাফল পজিটিভ আসে। এদের মধ্যে ৩৪ জন নগরের আর ৭ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১ হাজার ১৭২ জনে এসে দাঁড়িয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়