Cvoice24.com

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্তের হার ০.৬১ শতাংশ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৭, ২৭ অক্টোবর ২০২১
চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্তের হার ০.৬১ শতাংশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ জন। যাদের ৬ জনই দুই উপজেলার। এরমধ্যে ৫ জনই সীতাকুণ্ডের আর একজন হাটহাজারীর বাসিন্দা। এদিকে এদিন করোনায় আক্রান্তের মধ্যে কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বুধবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

তথ্য মতে, মঙ্গলবার চট্টগ্রামের ১১টি ল্যাবে সর্বমোট ১ হাজার ৬২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। নতুন আক্রান্তের মধ্যে ৪ জন নগরের আর ৬ জন উপজেলার বাসিন্দা। সংক্রমণ হার শূন্য দশমিক ৬১ শতাংশ। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ১৮২ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩২১ জনে এসে দাঁড়িয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়