Cvoice24.com

চট্টগ্রামে ১ মৃত্যুর দিনে শনাক্ত বেড়ে ২০

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১০:২২, ২৮ অক্টোবর ২০২১
চট্টগ্রামে ১ মৃত্যুর দিনে শনাক্ত বেড়ে ২০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। এদিন নতুন করে ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। যা, গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবরও দিয়েছে স্বাস্থ্য বিভাগ। মৃত্যুও হওয়া ওই ব্যক্তি নগরের বাসিন্দা। যদিও গেল এক সপ্তাহে মৃত্যু হওয়াদের মধ্যে নগরের কেউ ছিল না।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

তথ্য মতে, বুধবার চট্টগ্রামের ১৩টি ল্যাবে ১ হাজার ৮৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। যাদের ১৫ জন নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা। আর বাকি ৫ জন উপজেলার বাসিন্দা। নমুনা বিবেচনায় শনাক্তের হার ছিল ১ দশমিক ১০ শতাংশ। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ২০২ জনে এসে দাঁড়িয়েছে। আর মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২২ জনে।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়