Cvoice24.com

করোনায় দু’জনের মৃত্যু, শনাক্তের হার ০.৬৭ শতাংশ

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯, ২৩ মে ২০২২
করোনায় দু’জনের মৃত্যু, শনাক্তের হার ০.৬৭ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩০ জন। এছাড়া সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের শরীরে করোনাভাইরাসের ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জন।

সোমবার  (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৭ শতাংশ। একদিন আগে যা ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯৩ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ১ হাজার ১৫৭ জন সেরে উঠলেন।

নতুন শনাক্ত ৩১ রোগীর মধ্যে ২৪ জনই ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া জয়পুরহাটে দুইজন এবং ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কক্সবাজারে একজন করে রোগী শনাক্ত হয়েছে।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়