Cvoice24.com

ফের চোখ রাঙাচ্ছে করোনা, শনাক্তের হার ১১ শতাংশ ছাড়াল

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ২১ জুন ২০২২
ফের চোখ রাঙাচ্ছে করোনা, শনাক্তের হার ১১ শতাংশ ছাড়াল

দেশে দিন দিন করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৮৭৪ জন আক্রান্ত হয়েছে। ৭ হাজার ৯২৭ টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছাড়াল ১১ শতাংশ। 

এদিকে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩৩ জনে। আর ৮৭৪ জনসহ দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জনে। 

মঙ্গলবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫ হাজার ৯৮৩ জনে।  

 সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৯৩ এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৯২৭টি। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪২ লাখ ৪১ হাজার ২৫৬টি।

সর্বশেষ

পাঠকপ্রিয়