অগ্নিকাণ্ডের সময় কারখানা বন্ধ ছিল, হতাহত নেই

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ২৯ মার্চ ২০২৪
অগ্নিকাণ্ডের সময় কারখানা বন্ধ ছিল, হতাহত নেই

৩টায় ছুটি হলে কারখানা বন্ধ করে চলে যান শ্রমিক-কর্মচারীরা। অগ্নিকাণ্ডের সময় কারখানা বন্ধ থাকায় সেখানে কোনো শ্রমিক-কর্মচারী ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।  ধারণা করা হচ্ছে জুতা তৈরির হিট মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়।

শুক্রবার বিকালে নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকার চীনা বিনিয়োগকারীর মালিকানাধীন রং দ্যা ইন্টারন্যাশনাল নামে জুতার কারখানাটিতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ফায়ার সার্ভিস প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, বিকাল ৩টা পর্যন্ত এ কারখানায় কাজ করেন শ্রমিকরা। ছুটির পর কারখানা বন্ধ করে চলে যান শ্রমিক-কর্মকর্তারা। বিকাল ৪টার দিকে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে যাওয়া চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা জানান, বিকাল সোয়া ৪টায় অগ্নিকাণ্ডের সংবাদ পৌঁছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, জুতা তৈরির হিট মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।

তিনি বলেন, এ কারখানায় ফুটসোল বানানো হয়। তাই সেখানে প্রচুর দাহ্য পদার্থ আছে। আগুনের সময় প্রচুর ধোঁয়া বের হয়। এজন্য আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসের প্রচেষ্টার কারণে আগুন কারখানার এক ফ্লোরের ভেতরেই নিয়ন্ত্রণে রেখেছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, চীনা বিনিয়োগকারীর মালিকানাধীন রং দ্যা ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠানটিতে ফুটসোল প্রস্তুত হয়। বিকাল ৩টায় সবার ছুটি হয়ে যাওয়ায় কারখানার ভেতরে শ্রমিক-কর্মচারী কেউ ছিলেন না। এজন্য হতাহত হয়নি।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়