Cvoice24.com

তালাবদ্ধ ঘরে পুড়ে মরলো ২ শিশু, মা পলাতক বাবা কারাগারে

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ৫ ডিসেম্বর ২০২২
তালাবদ্ধ ঘরে পুড়ে মরলো ২ শিশু, মা পলাতক বাবা কারাগারে

ঘরে ঝুলছে তালা। ভেতরে আটকা আনুমানিক বয়স ১ ও ২ বছর বয়সী দুই শিশু। কিছুক্ষণ পর ঘরের চালা দিয়ে ধোঁয়া বের হতে থাকে। ঘর তালাবদ্ধ থাকায় শিশু দুটিকে বাঁচাতে পারেনি এলাকাবাসী। তবে ঘটনার পর থেকেই শিশু দুটির মা ও নানী পলাতক রয়েছেন। বাবা কারাগারে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঘটমাঝি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
 
তাৎক্ষণিক ভাবে শিশু দুটির নাম জানা যায়নি। অগ্নিকাণ্ডের সময় ঘরের দরজা তালাবদ্ধ ছিল বলে জানা যায়। 

স্থানীয়রা জানায়, সকালে ওই মহিলা ও তার মা বাড়ি থেকে বের হওয়ার পরে ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘বাড়ির মালিক ঢাকা থাকেন। এখানে তারা স্বামী, স্ত্রী, শাশুড়ী ও ২ ছেলে শিশুকে নিয়ে ভাড়া থাকতেন। আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। কিছুদিন আগে স্বামী কোনো এক মামলায় কারাগারে আছেন বলে শুনেছি।’

তিনি আরও বলেন, ‘আগুনে পুড়ে শিশু দুটি মারা যায়। প্রাথমিক ভাবে বোঝা গেছে ঘরের বাইরে থেকে আগুন লাগেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়