Cvoice24.com


মহালছড়িতে জীবন ও কর্ম সহায়ক উপকরণ প্রদান

প্রকাশিত: ১৪:৩৮, ২০ জুন ২০২০
মহালছড়িতে জীবন ও কর্ম সহায়ক উপকরণ প্রদান

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ করোনাকালে জীবন ও কর্ম সহায়ক সেলাই মেশিন, সোলার সিস্টেম, স্প্রে মেশিন এবং সুপেয় পানির জন্য টিউবঅয়েল স্থাপনের উদ্যোগ নিয়েছে।

তারই অংশ হিসেবে শনিবার দুপুরে জেলার মহালছড়ি উপজেলার চারটি ইউনিয়নের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠির পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ প্রদানের বাইরে এসব স্থায়িত্বশীল সামগ্রী প্রদান শুরু করেছে।

মহালছড়ি  উপজেলা টাউন হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ ও জীবন সহায়ক সামগ্রী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় পার্বত্য জেলা পরিষদ সদস্য ও তরুণ রাজনীতিক জুয়েল চাকমা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন শীল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা রোকন মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

-সিভয়েস/এসসি

খাগড়াছড়ি প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়