আল্লামা শফীর মৃত্যুতে শোকে স্তব্ধ হাটহাজারী

প্রকাশিত: ১৪:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০২০
আল্লামা শফীর মৃত্যুতে শোকে স্তব্ধ হাটহাজারী

ফাইল ছবি

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম (হাটহাজারী বড় মাদ্রাসার) সদ্যবিদায়ী মহাপরিচালক, মাদ্রাসার নবনিযুক্ত উপদেষ্টা, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর দেশ বরেণ্য আলেম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে শোকে স্তব্দ হাটাজারী।

আল্লামা আহমদ শফীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা শেখ আহমদ, সিনিয়র মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী, সিনিয়র মুহাদ্দিস আল্লামা আহমদ দীদার কাসেমী, মাওলানা মুফতি জসিম উদ্দিন, মাওলানা ইয়াহিয়া, হেফাজতের উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, হাটহাজারী উপজেলার ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমেদ, হেফাজতের উপজেলার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জীসহ হাটহাজারী মাদ্রাসার সাবেক ও বর্তমান ছাত্ররা এবং পুরাটা হাটহাজারী বাসি শোকে মর্মাহত।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। এর আগে বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিসের এম্বুলেন্স যুগে হেফাজত আমীরকে প্রথমে চট্টগ্রামের চমেক হাসপাতালে নেয়া হলে। পরে আর শুক্রবার বিকাল ৪ টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্স যুগে ঢাকায় নেওয়া হয়।

এদিকে দেশ বর্ণ আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম ৫ আসনের সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এসএম রাশিদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদ বাসেক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নোমান, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল, খালাদা জিয়ার উপদেষ্টা মুক্তিযোদ্ধা এসএম ফজলুল হক, বিএনপি নেতা আবদুস শুকুরসহ হাটহাজারী সর্বস্তরের সাধারণ মানুষ প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সিভয়েস/এমএন/এসসি

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়