Cvoice24.com

‘সাকিব-তামিমরা’ এখন বিবর্ণ-ভঙ্গুর

আজীম অনন

প্রকাশিত: ১৭:১৮, ১০ মার্চ ২০২১
‘সাকিব-তামিমরা’ এখন বিবর্ণ-ভঙ্গুর

ছবিতে বিবর্ণ-ভঙ্গুর টাইগারদের প্রতিকৃতি

বছরের নানা সময়ে দেশ-বিদেশের মাঠ দাপিয়ে বেড়ালেও বিবর্ণ-ভঙ্গুর হয়ে আছে চট্টগ্রামের ‘সাকিব-তামিমরা’।  ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ১১ ক্রিকেটারের ভাস্কর্য স্থাপন করেছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। এদের মধ্যে চারজন ব্যাটসম্যান, চারজন বোলার, দুজন ফিল্ডার ও একজন উইকেটকিপারের ভাস্কর্য রয়েছে। কারো হাতে ব্যাট, কারো হাতে বল, আবার কারো হাতে গ্লাভস মুড়িয়ে এসব স্থাপনা তৈরি করা হয়েছিল। সবমিলিয়ে সৌন্দর্যবর্ধনের জন্য তৈরি হলেও এখন ব্যাট, বল, গ্লাভস খসে পড়ে এখন সৌন্দর্যহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে এসব স্থাপনা। নগরের অনেক এলাকা নতুন করে সৌন্দর্যবর্ধনের আওতায় আসলেও সংস্কার কিংবা পরিচর্যার আওতায় আসেনি। অথচ ২০১১ সালের পর থেকে চট্টগ্রামের মাঠে গড়িয়েছে টাইগারদের অনেক খেলা।

সর্বশেষ

পাঠকপ্রিয়