Cvoice24.com

গুমাইয়ের বিলে নবান্নের হাওয়া

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৭, ১২ নভেম্বর ২০২১
গুমাইয়ের বিলে নবান্নের হাওয়া

চট্টগ্রামের শস্যভাণ্ডার হিসেবে খ্যাত গুমাই বিল।

কাক ডাকা শীতের ভোরে বিস্তীর্ণ মাঠজুড়ে সারি সারি কৃষকের দল। কেউ ধান কাটছেন, কেউ আঁটি বাঁধছেন। আবার কেউ সেই আঁটি বাঁধা পাকা ধান ঘরে তুলতে কাঁধে বয়ে ছুঁটছেন বিলের পর বিল। চট্টগ্রামের শস্যভাণ্ডার হিসেবে খ্যাত গুমাই বিলের নিত্যদিনের চিত্র এটি। ছবিগুলো শুক্রবার সকালে তুলেছেন সিভয়েসের নিজস্ব আলোকচিত্রী।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়