Cvoice24.com

করোনার ঊর্ধ্বগতি রোধে ফের মাঠে রাঙামাটি প্রশাসন 

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২০, ৫ জানুয়ারি ২০২২
করোনার ঊর্ধ্বগতি রোধে ফের মাঠে রাঙামাটি প্রশাসন 

করোনার ঊর্ধ্বগতি রোধে ফের মাঠে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত

করোনার ঊর্ধ্বগতি রোধে আবারো মাঠে নেমেছে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৫ জানুয়ারি) সকালে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় সচেতনমূলক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণে সচেতন করা হয়। এসময় চারজনকে জরিমানা করে সাতশ টাকা আদায় করা হয়।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু বলেন, মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি অনুসরণে সাধারণ জনগণকে সচেতন করতে এখন থেকেই নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

স্বাস্থ্যবিধি অনুসরণ করা না হলে সামনের দিনগুলিতে আরো বেশি দণ্ড এবং মাস্ক পরিধানে আরো কড়াকড়ি আরোপের কথা জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়