Cvoice24.com

কাপ্তাই হ্রদে আবার লঞ্চ চলাচল শুরু

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৬, ২২ জুন ২০২২
কাপ্তাই হ্রদে আবার লঞ্চ চলাচল শুরু

রাঙামাটির কাপ্তাই হ্রদে অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানির তীব্র স্রোতের কারণে দুদিন বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচল। 

বুধবার (২২ জুন) সকাল থেকে বন্ধ থাকা ৫ উপজেলায় আবারো লঞ্চ চলাচল শুরু হয়েছে।

গত কয়েকদিনের অতিবৃষ্টিতে ভারত থেকে নেমে আসা পানির তীব্র স্রোত দেখা দেয় কাপ্তাই হ্রদের সুবলং পয়েন্টে। এতে দুর্ঘটনা এড়াতে পাঁচ উপজেলার সাথে জেলা সদরের লঞ্চ চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থা রাঙামাটি জোন।

পরে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধিতে স্রোতের তীব্রতা কিছুটা কমায় ৪৮ ঘণ্টা পর আবারো চালু হয় লঞ্চ চলাচল। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থা রাঙামাটি জোনের চেয়ারম্যান মো. মঈনদ্দীন সেলিম জানান, কাপ্তাই হ্রদের সুবলং পয়েন্টে ভারত থেকে নেমে আসা পানির তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে আমরা সোম ও মঙ্গলবার ৫ উপজেলার সাথে লঞ্চ চলাচল বন্ধ রাখতে বাধ্য হই। কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেশ কিছুটা বাড়ায় স্রোতের তীব্রতা কমেছে যার কারণে আজ থেকে আবারো লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

প্রসঙ্গত, জেলা সদরের সাথে যোগাযোগের লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি উপজেলার একমাত্র ও নানিয়াচর উপজেলার অন্যতম মাধ্যম নৌপথ। এ পথে প্রতিদিন ৩২টি লঞ্চ চলাচল করে।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়