Cvoice24.com

রাঙামাটিতে চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৪, ২৬ নভেম্বর ২০২২
রাঙামাটিতে চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার

গ্রেপ্তার মো. মিজানুর রহমান

রাঙামাটিতে চুরি হওয়ার দুই ঘন্টার মধ্যে দুই মোটরসাইকেলসহ মো. মিজানুর রহমান (২২)নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে ঘাগড়া থেকে পাভেল চাকমার সুজুকি জিক্সার মোটরসাইকেলটিসহ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। 

মো. মিজানুর রহমান রাঙামাটি পৌরসভাধীন ৯নম্বর  ওয়ার্ডের হাসপাতাল এলাকার বাসিন্দা। 

জানা যায়, শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে শহরের  রাঙ্গাপানি মাঠ সংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পাশে তৃষ্ণা ও প্রাচুর্য্য চাকমার বাড়ির গ্রীলের তালা ভেঙ্গে পাভেল চাকমা (৩৫)'র মালিকানাধীন সুজুকি জিক্সার মোটরসাইকেল এবং ভোর আনুমানিক সোয়া চারটার দিকে ভেদভেদী মুসলিম পাড়ায় চৌধুরী মেনশনের গ্রীলের তালা কেটে ভিতর থেকে রাশেদুল ইসলাম (৪২)'র মালিকানাধীন পালসার মোটরসাইকেলটি চুরি হয়। চুরির সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ সাথে সাথেই অভিযানে নামে। 

মানিকছড়ি চেকপোস্টে পুলিশ ধাওয়া করলে মো. রাশেদুল ইসলামের পালসার মোটরসাইকেলটি রেখে দুইজন পালিয়ে যায়। এসময় পুলিশ মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে। 

কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ আরিফুল আমিন জানান, তাৎক্ষণিক মোটরসাইকেল চুরির ঘটনা শুনে আমরা অভিযান পরিচালনা করি এবং মোটরসাইকেল সহ একজনকে আটক করি। শহরে মোটরসাইকেল চুরি ঘটনায় অভিযান অভ্যহত রেখেছি। সকল মোটরসাইকেল ব্যবহারকারীদের মোটরসাইকেল চুরির বিষয়ে সর্তক থাকার আহবান জানান তিনি।

চুরি যাওয়া পালসার মোটরসাইকেলের মালিক মো. রাশেদুল ইসলাম জানান,  চুরি বিষয়টি জানতে পারার সাথে সাথে পুলিশকে জানালে পুলিশ অভিযান পরিচালনা করে এবং মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এতে আমি খুবই খুশি।

এদিকে চুরির বিষয়ে মোটরসাইকেল মালিকগণ কোতোয়ালি থানায় মামলা করেছে।


 

সর্বশেষ

পাঠকপ্রিয়