বাঘাইছড়িতে চাঁদের গাড়ি উল্টে কিশোর নিহত
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪১, ৭ ফেব্রুয়ারি ২০২৩

রাঙামাটির বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে হাজাছড়া এলাকায় কাঠবোঝাই একটি চাঁদের গাড়ি (জিপ) উল্টে বাবুল চাকমা (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি ইউএনও।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার জানান, জিপ গাড়িটি খাগড়াছড়ির দীঘিনালার মেরুংয়ের দিকে যাচ্ছিল। পথে হাজাছড়া এলাকায় গাড়িটি উল্টে বাবুল চাকমা নামে এই কিশোর মারা গেছেন।