রাঙ্গুনিয়ায় অস্ত্র ঠেকিয়ে সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৫, ২৭ ডিসেম্বর ২০২২
রাঙ্গুনিয়ায় অস্ত্র ঠেকিয়ে সাংবাদিককে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিককে অস্ত্র ঠেকিয়ে জিম্মি ও মারধরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার রানীর হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম কাঞ্চন কুমার তুড়ি (৩০)। তিনি স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার মোহনের সহযোগী হিসেবে পরিচিত।

এর আগে রবিবার (২৫ ডিসেম্বর) রাঙ্গুনিয়ায় ইটভাটার সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার আবু আজাদ।

এ ঘটনায় হামলার শিকার সাংবাদিক সোমবার সন্ধ্যায় আবু আজাদ বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী (৫৫), ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন (৪০), ইটভাটার ম্যানেজার কামরান (৩০), মোহনের সহযোগী কাঞ্চন তুড়ির (৩০) নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরও পাঁচ-সাত জনকে আসামি করা হয়। হত্যাচেষ্টা, মারধর, টাকাপয়সা ছিনিয়ে নেওয়া, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ এনে মামলাটি করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিলকী বলেন, ‘সোমবার সন্ধ্যায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়