টেকনাফে দুদকের হাতে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান ও সাবেক সচিব

প্রকাশিত: ০৭:০৮, ৩১ অক্টোবর ২০১৯
টেকনাফে দুদকের হাতে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান ও সাবেক সচিব

ভুয়া প্রকল্প দেখিয়ে সাড়ে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন ও সাবেক সচিব রিয়াজুল হক (বর্তমানে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে কর্মরত) কে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দু'জনকে দুদক কর্তৃপক্ষ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে।

চট্টগ্রামের দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ (কক্সবাজার) এর উপ সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা রিয়াজুল হক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টেকনাফের বাহারছরা ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল হতে ৩৫ লক্ষ ৫১ হাজার টাকা ব্যয় দেখিয়ে পরিষদের ১২ জন মেম্বারের নামে ১২টি ভুয়া প্রকল্পের অনুকূলে সমুদয় টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে স্পেশাল ৩/২০১৯ নম্বর মামলা দায়ের করা হয়।

তদন্তকারী কর্মকর্তা জানান, প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে দু'জনকে কক্সবাজার সিনিয়র স্পেশাল জজের আদালতে হাজির করা হবে।

সিভয়েস/এএইচ

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়