সীতাকুণ্ডে ৫ লাখ চিংড়ি পোনা জব্দ, আটক দুই

প্রকাশিত: ১৬:০৩, ১৯ আগস্ট ২০১৯
সীতাকুণ্ডে ৫ লাখ চিংড়ি পোনা জব্দ, আটক দুই

সীতাকুণ্ডে জব্দকৃত চিংড়ি পোনা।

সীতাকুণ্ডে সাড়ে ৫ লাখ চিংড়ি পোনাসহ দুইজনকে আটক করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। সোমবার (১৯ আগষ্ট) বিকেল পৌনে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইকো পার্ক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

এসময় চিংড়ি পোনা পাচারে ব্যবহৃত বেপারী পরিবহনের একটি বাস ও চিংড়ির পোনা ভর্তি ২০টি বড় পাতিল ও ৭টি বড় ড্রাম থেকে সাড়ে ৫ লক্ষ চিংড়ি পোনা জব্দ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। 

জানা যায়, আহরণে নিষিদ্ধ ঘোষিত বাগদা চিংড়ির পোনাগুলো চট্টগ্রাম থেকে খুলনা নিয়ে  যাওয়া হচ্ছিল। জব্দকৃত চিংড়ি পোনার মূল্য ১১ লক্ষ টাকা। এসময় আহরণে নিষিদ্ধ ঘোষিত বাগদা চিংড়ি পরিবহণ করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে  বাস চালক মো. বাচ্চু মিয়া (২৯) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য অফিসার মো. শামীম। জব্দকৃত পোনাগুলো কুমিরা ঘাট সংলগ্ন উপকূলে অবমুক্ত করা হবে বলেও তিনি জানান।

সিভয়েস/এএস

সীতাকুণ্ড প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়