Cvoice24.com

৫-১২ বছর বয়সীরা টিকা পাবে জুলাইয়ের শেষ দিকে

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৪:২২, ২৯ জুন ২০২২
৫-১২ বছর বয়সীরা টিকা পাবে জুলাইয়ের শেষ দিকে

আগামী জুলাইয়ের শেষ দিকে ৫-১২ বছর বয়সীদের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। বুধবার সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সঙ্গে বিভিন্ন দপ্তরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, এখন ভ্যাকসিন দেওয়া এবং করোনা নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কাজ। জনবল নিয়োগও গুরুত্বপূর্ণ কাজ। এজন্য পরিকল্পনা নিতে হবে। এরপর মাঠে নামতে হবে।

বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধানের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেউ স্বাস্থ্যবিধি অমান্য করলে তাকে শাস্তি দেয়া হবে। নিজ মন্ত্রণালয়ের বিষয়ে জাহিদ মালেক বলেন, কোনো ফাইল যেন আটকে না থাকে সে ব্যবস্থা নেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিতে আরও কঠোর হবো।

এর আগে পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুদেরও ফাইজারের টিকা দেওয়া হবে জানিয়ে দ্রুত জন্ম নিবন্ধন করে নেওয়ার আহ্বান জানান
 স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সর্বশেষ

পাঠকপ্রিয়