Cvoice24.com

রামগড়ে ইটভাটা মালিককে অর্ধলাখ টাকা জরিমানা

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৭, ৬ জুন ২০২৩
রামগড়ে ইটভাটা মালিককে অর্ধলাখ টাকা জরিমানা

লাইসেন্স নবায়ন না করে ইটভাটা পরিচালনার অপরাধে খাগড়াছড়ির রামগড়ের এক ইটভাটা মালিককে অর্ধলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস পৌরসভার সদুকার্বারীপাড়া এলাকার মেসার্স নুরজাহান ব্রিকসে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। 

অর্থদণ্ডপ্রাপ্ত ইটভাটা মালিক হলেন আবদুল মান্নান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্টেট মানস চন্দ্র দাস জানান, ইটভাটার বিরুদ্ধে লাইসেন্স নবায়ন না করা, ভাটায় কাঁচামাল হিসেবে কৃষি জমির উপরিভাগ (টপসয়েল) ব্যবহার ও জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার করার অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ভাটা মালিককে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়