সীতাকুণ্ডে বিস্ফোরণ/
চমেকে এখনো ভর্তি দগ্ধ ২৬ জন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৭, ১৮ জুন ২০২২
চমেকে এখনো ভর্তি দগ্ধ ২৬ জন

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৪ দিন পার হলেও এখনো হাসপাতালে কাতরাচ্ছেন দগ্ধ রোগীরা। শনিবার (১৪ জুন) বিকেল পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এ ঘটনায় দগ্ধ ২৬ জন রোগী ভর্তি রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। 

তিনি বলেন, অগ্নিকাণ্ডে দদ্ধ হয়ে আহত হওয়া ২৬ জন রোগীকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এর মধ্যে গতকাল শুক্রবার বেশ কয়েকজন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নতুন করে কোনো রোগীকে হাসপাতালে ভর্তি করানো হয়নি। 
   
উল্লেখ্য, গেল ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ ৪৯ জনের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় অন্তত দুই শতাধিক আহত হন। 

সিভয়েস/আরকে

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়