চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৭, ১৭ মার্চ ২০২৪
চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লার নাঙ্গলকোটে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

রবিবার (১৭ মার্চ) দুপুরে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত হয়েছে। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ইঞ্জিন যাচ্ছে, আপাতত চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।’

রেলওয়ে সূত্রে জানা গেছে, আখাউড়া লোকো সেডের রিলিফ ট্রেন,পাহাড়তলী লোকোসেড থেকে হাইড্রলিক টুলভ্যান এবং লাকসাম লোকো সেডের রিলিফ ট্রেন চট্টগ্রাম সিজিপিওয়াই থেকে রওনা হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-কক্সবাজার রুটের ট্রেনগুলোর শিডিউলে কিছুটা বিপর্যয় হতে পারে।

চট্টগ্রাম স্টেশন ম্যানেজার মনিরুজ্জামান সিভয়েস-২৪কে বলেন, ‘বর্তমানে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগযোগ বন্ধ। বিজয় এক্সপ্রেসের উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকবে।’

তিনি জানান, ২ ঘণ্টা ৩০ মিনিট বিলম্বে চট্টগ্রাম স্টেশন থেকে জামালপুরের উদ্দেশ্য রওনা দিয়েছিল বিজয় এক্সপ্রেস।

সর্বশেষ

পাঠকপ্রিয়